রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত মোটরসাইকেলআরোহী ভুবন চন্দ্র শীল মারা গেছেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুলিতে আহত হওয়ার পর ভুবন চন্দ্র শীলকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
ভুবন চন্দ্র শীলের শ্যালক পলাশ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনের রাস্তায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ ওরফে মামুনের প্রাইভেটকার লক্ষ্য করে এলোপাথারি গুলি করে একদল সন্ত্রাসী। ওই পথে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ভুবন শীল। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।